Friday, September 19, 2008

হিজবুত তাহরীর দলটিকে আমি কাছে থেকে দেখেছি,
তাদের অনেক বক্তব্য আমি শুনেছি এবং আমি স্বেচ্ছা সেবক হিসেবে তাদের সাথে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছি।
আমাকে তাদের ইসলাম এর কার্যকলাপ মুগ্ধ করেছে।
তাদের দলীয় স্লোগান হল > " একমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব খিলাফত ফিরিয়ে আনা " > আমার ধারনায় এটা যথার্থ হয়েছে এবং আমি এই কথার সাথে একমত।
আমারও আগ্রহ রয়েছে তাদের সাথে কাজ করার। কারন গণতন্ত্র একটি দুর্বল শাসন ব্যাবস্থা, গণতন্ত্র মুলতঃ সম্পদশালীদের জন্য design করা হয়েছে। খিলাফত ব্যাবস্থাই পারবে মানুষের প্রাথমিক চাহিদা পুরণ করতে। কিন্তু খিলাফত চাইলেই তো আর আসবে না। এটার জন্য মানুষের জনমত লাগবে আর সেজন্যই ত তাদের এত কষ্ট। তার উপরে নির্বোধের মত প্রথম আলো পত্রিকার সাংবাদিকরা কিছু পশ্চিমা (যাদের একমাত্র ভয় খিলাফতের পুণর্জাগরণ, কারন খলিফের আওতায় তখন মুসলমান সব দেশ এক হয়ে গেলে সামরিক আগ্রাসন অসম্ভব) পত্রিকা (?) এর ছাপানো খবর এর উপর ভিত্তি করে মুল খবর হিসেবে প্রথম পাতায় ছেপে দিল, যে রাজশাহীতে শিক্ষক সহ ১০ হিজবুত তাহরীর সদস্য গ্রেপ্তার। প্রথম আলো এই কাজের দ্বারা খিলাফতের পক্ষে জনমত গঠনের অনেক ক্ষতি সাধন করেছে। অবশ্য গ্রেপ্তার হলেই যে প্রমাণ হয়ে গেল তারা জঙ্গি এটা সঠিক নয়, তথাপি দেখুন গনতান্ত্রিক আদর্শের প্রধান দুই দলের অবস্থা। এতদিন কত জায়গায় তারা বোমাবাজি করেছে, কোটি কোটি দেশী অর্থ লুন্ঠন, ত্রাণের সম্পদ লুন্ঠন, খুন ইত্যাদি ও সবশেষে দোষী সাব্যস্ত হয়ে দলীয় প্রধানদের কারাভোগ ! তারপরেও প্রথমআলো তাদের প্রতি অনেক নমনীয় এবং এটা কিছুই না একটা ভাব করছে। অন্যদিকে ইসলামী দল হলেই প্রথমআলো জঙ্গি হিসেবে প্রচার করতে চায় এবং হাস্যকর ভাবে reference দেয় বিদেশি west পত্রিকা থেকে! তারা যখন বুঝবে যে সত্যই হিজবুত তাহরীর জঙ্গি নয়, তখন তাদেরকে দলটির কাছে ক্ষমা চাইতে হবে।
সবাইকে ঈদ এর অগ্রীম শুভেচ্ছা।